কুলাউড়ায় গবাদিপশুর চিকিৎসা দিলো সিকৃবি
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ৭:০০:৩২ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যার্তদের জন্য বিনামূল্যে প্রাণী চিকিৎসা, ওষুধ ও প্রাণী খাদ্য বিতরণ করা হয়েছে। গত শনিবার দিনব্যাপী উপজেলার হিংগাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উদ্যোগে এ চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়।
পিএমএসি ভেটেরিনারি টিচিং হাসপাতালের সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র ও প্রান্তিক ব্যক্তিদের গৃহপালিত গবাদিপশুর এ চিকিৎসায় অংশ নেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আব্দুর রহিম প্রধান ও বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক বহুজাতিক প্রতিষ্ঠান ইএন গ্লোবাল এডুকেশন লিমিটেডের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মিনহাজুর রহমান আজাদ প্রমুখ।