ধোপাজান নদীর পরিবেশ সংরক্ষণের দাবিতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ৭:০২:৩৯ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ ধোপাজান চলতি নদীর পরিবেশ সংরক্ষণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ট্রাফিক পয়েন্টে সুশাসনের জন্য নাগরিক (সুজন)ও পরিবেশ রক্ষা আন্দোলনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি এ কে এম আবু নাসের এর সভাপতিত্বে ও সুজন এর সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ এর পরিচালনায় বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক কমিটির উপদেষ্টা অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, শাহিনা চৌধুরী রুবি, শওকত আলী, সাংবাদিক জসিম উদ্দিন, মহিবুর রহমান মুহিব, নুরুল হাসান আতাহার, আব্দুল গনি পাঠান, শামসুল ইসলাম শামিম ও মমিনুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ইজারাবিহীন নদীতে ড্রেজার মেশিন চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। এতে নদীর পাড় ভেঙে ফসলিজমি ও বসতভিটা হারিয়েছেন অনেকেই এবং দিনদুপুরে চলছে চাঁদাবাজি। পুলিশ মাঝে মাঝে অভিযান চালালেও যথেষ্ট নয় বলে মন্তব্য করেন আন্দোলনকারীরা। তারা আরও বলেন, নদী একটি জীবন্ত স্বত্বা। নদীটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে। পরিবেশ রক্ষায় ধোপাজান নদী সংরক্ষণ করার দাবি জানান তারা। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি পেশ করেন।