প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ছাত্র আন্দোলন সমর্থক গোষ্ঠীর অর্থ প্রদান
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ৭:০৬:০৬ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি:
বড়লেখা উপজেলার দাসের বাজার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমর্থক গোষ্ঠী ও দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের বর্তমান-প্রাক্তন শিক্ষার্থীরা ফেনী ও কুমিল্লা জেলার বন্যা দুর্গতদের সহায়তার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের ত্রাণ ও কল্যাণ তহবিলে একান্ন হাজার টাকা দিয়েছেন।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈমের কার্যালয়ে তার হাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমর্থক গোষ্ঠী ও দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের বর্তমান-প্রাক্তন শিক্ষার্থীরা সহায়তার অর্থ তোলে দেন।
এসময় উপস্থিত ছিলেন দাসের বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রনজিৎ কুমার দাস, সাংবাদিক মোহাম্মদ মস্তফা উদ্দিন, ছাত্র আন্দোলন সমর্থক গোষ্ঠীর মারুফ আহমদ, ওয়াহিদুর রহমান, মাহিদুর রহমান, মাহবুব রহমান, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে পুস্পা বেগম, ফাতেমা বেগম, সুমাইয়া তানজিন, শ্রীধাম মল্লিক, মাহিন আবেদিন ছাইয়ুম আহমদ, প্রনব রঞ্জন মালাকার, রিয়া দাস, প্রমি দাস প্রমুখ।
ইউএনও নাজরাতুন নাঈম বলেন, বানভাসি মানুষের সহায়তায় অনুদান নিয়ে এগিয়ে এসেছে শিক্ষার্থীরা। তাদের এ উদ্যোগ প্রসংশনীয়।