বিশ্বনাথে এলাহাবাদ মাদ্রাসা অধ্যক্ষ বরখাস্ত
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ৭:০৬:৩০ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি:
বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় সিলেটের বিশ্বনাথে তেলিকোনা গ্রামে প্রতিষ্ঠিত এলাহাবাদ আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবু তাহির মোহাম্মদ হোসাইনকে সাময়িক বরখাস্ত করেছে মাদ্রাসা শিক্ষাবোর্ড। গত ২ সেপ্টেম্বর এলাহাবাদ আলিম মাদ্রাসার অধ্যক্ষকে বরখাস্ত করার একটি লিখিত চিঠি দিয়েছে মাদ্রাসা শিক্ষাবোর্ড। পাশাপাশি মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক হিসেবে মাওলানা মখলিছুর রহমানকে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করার নির্দেশ দেয় শিক্ষাবোর্ড।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মখলিছুর রহমানের যোগদান উপলক্ষে রোববার দুপুরে এলাকাবাসীর উদ্যোগে মাদ্রাসার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত। এলাকার মুরব্বী বাদশা মিয়ার সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী আজমল হোসেন বুলবুলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম সিদ্দিকী, সেক্রেটারী মতিউর রহমান, মাদ্রাসার এডহক কমিটির সাবেক সভাপতি নিজামুল ইসলাম, মাদ্রাসার শিক্ষক এটিএম নূর উদ্দিন, আলতাফুর রহমান, সাবেক শিক্ষার্থী আব্দুল রব সরকার। এসময় উপস্থিত ছিলেন এলাকার মুরব্বীয়ান, মাদ্রাসার শিক্ষার্থী ও যুবসমাজের নেতৃবৃন্দ।