জন্মাষ্টমী উদযাপন পরিষদের নগদ অর্থ প্রদান
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ৭:১১:০৮ অপরাহ্ন
সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেটের পক্ষ হতে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় দুই শতাধিক পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়। মৌলভীবাজারস্থ কুলাউড়ার হরিমন্দিরে গত শনিবার সকালে এ সহায়তা প্রদান করা হয়।
জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেটের যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট শংকর কুমার দেব’র সভাপতিত্বে এবং উদযাপন পরিষদের যুগ্ম সদস্য সচিব রজত চক্রবর্তীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা পান্না লাল রায়, প্রধান পৃষ্টপোষক ড: হিমাদ্রি শেখর রায়, শা.বি.প্র. বি, অধ্যাপক বিজয় ভূষণ দাস, দ্বীপক কুমার দাশ, চিত্রশিল্পী ভানুলাল দাস, এডভোকেট দিপন আচার্য, সুকান্ত গুপ্ত, পুজা উদযাপন পরিষদ টিলাগাও ইউনিয়নের সাধারণ সম্পাদক তপন দত্ত প্রমুখ। বিজ্ঞপ্তি