ফেনী ও নোয়াখালীতে কানাইঘাট প্রবাসীদের ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ৭:১২:০১ অপরাহ্ন
ভয়াবহ বন্যায় আক্রান্ত ফেনী ও নোয়াখালী জেলার কিছু এলাকার মানুষের পাশে ত্রাণ সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছেন সিলেট জেলার কানাইঘাট উপজেলার বিভিন্ন দেশে থাকা প্রবাসী, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা।
বন্যা দুর্গত এলাকার মানুষকে সহযোগিতা করার জন্য সংযুক্ত আরব আমিরাতে কানাইঘাটের প্রবাসীরা ফান্ড কালেকশন করে। সম্প্রতি সেই ফান্ড থেকে ফেনীর সোনাগাজী ও দাগনভুঞা উপজেলা এবং নোয়াখালীর সেনবাগ ও সোনাইমুড়ি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজনের মধ্যে নগদ অর্থ সাহায্য বিতরণ করা হয়।
কানাইঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ ইউএই এর পক্ষ থেকে ত্রাণ সহযোগিতার নগদ অর্থ নিয়ে ফেনী ও নোয়াখালীতে যান এই সংস্থার দুই প্রতিনিধি সেলিম উদ্দিন ও হেলাল আহমদ। এ সময় তাদের মধ্যে ছিলেন পাঠানটুলা জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, কানাইঘাট পেশাজীবি ফোরামের সভাপতি মাস্টার ফয়সল আহমদ, কবি সরওয়ার ফারুকী, ছাত্রনেতা মারুফ আহমদ চৌধুরী ও মিজানুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি