নবীগঞ্জে লোডশেডিংয়ে অতীষ্ঠ জনজীবন
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ৭:৩১:৩২ অপরাহ্ন
নবীগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জে গত কয়েকদিন ধরে গরমের সঙ্গে তীব্র হয়ে উঠেছে বিদ্যুতের লোডশেডিং। এতে অতিষ্ঠ হয়ে উঠেছে পুরো উপজেলাবাসীর দৈনন্দিন জীবন। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ ঝাড়ছেন অনেকে। বিষয়টি স্বীকার করে বিদ্যুৎ বিভাগ জানায়-চাহিদার তুলনায় সরবরাহ অর্ধেকে নেমে আসায় লোডশেডিং দিতে তারা বাধ্য হচ্ছেন।
জানা গেছে, নবীগঞ্জ পৌর শহরে এক থেকে দুই ঘন্টা পর নিয়ম করে লোডশেডিং করা হলেও শহরতলী ও গ্রামাঞ্চলগুলোর অবস্থা অত্যন্ত ভয়াবহ। বেশীরভাগ সময়ই থাকে না বিদ্যুৎ। কোথাও এক থেকে দুই ঘন্টা পরপর আট থেকে দশ মিনিটের জন্য দেয়া হয় বিদ্যুৎ। আবার কখনো একটানা ঘন্টার পর ঘন্টা থাকে না বিদ্যুৎ। এতে চরম দুর্ভোগে রয়েছেন সাধারণ মানুষ। আবাসিক এলাকার বাসিন্দাসহ বিদ্যুতের ওপর নির্ভরশীল ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। বিদ্যুতের ওপর নির্ভরশীল গৃহস্থালী কাজে ব্যাঘাত ঘটায় ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই। ব্যবসা প্রতিষ্ঠান, বাসা-বাড়ি ও বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা।
এদিকে, লোডশেডিংয়ের কারণে ব্যবসায়ীদের ফটোস্ট্যাট মেশিন, বাসাবাড়ির ফ্রিজ, টিভি ও কম্পিউটারসহ বিভিন্ন দামি দামি জিনিসপত্র নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বেশী সময় বিদ্যুৎ না থাকলে ইন্টারনেট সেবাও কিছুটা বিঘ্নিত হচ্ছে। বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, লাইনে কোন ত্রুটি নেই। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিং হচ্ছে। তবে পরিস্থিতি সহনীয় পর্যায়ে রাখতে বিদ্যুৎ বিভাগ কাজ করছে।