সাংবাদিক অজামিল চন্দ্রের অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ৭:৪২:০২ অপরাহ্ন
গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি ও গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথের অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৩টায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ধারাবহর গ্রামের চন্দ্রনাথ পল্লীতে শেষকৃত্য সম্পন্ন হয়। এরআগে দুপুরে সাড়ে ১২ টায় নিজ প্রতিষ্ঠান ঢাকাদক্ষিণ হলিসিটি স্কুল প্রাঙ্গণে মরদেহ নিয়ে যাওয়া হয়। পরে লাশ বাড়িতে নিয়ে যাওয়ার পর দীর্ঘদিনের সহকর্মীকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়ি ধারাবহর চন্দ্রনাথ পল্লীতে ভিড় করেন সহকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ফয়ছল আলম, আব্দুল জলিল, শহিদুর রহমান সুয়েদ, রতন মনী চন্দ, এনামুল হক এনাম, মাহফুজ আহমদ চৌধুরী, আব্দুল আহাদ, সঞ্জয় নাথ সঞ্জু, আজমল আলী, রেজা রুবেল, রুহিন আহমদ, শিক্ষক কাজল কান্তি দাশ, বিধান পাল, স্বপন কুমার পাল, অমল কান্তি দাশ, বিকাশ দেবনাথ, সাংবাদিক হারিছ আলী, মাহবুবুর রহমান চৌধুরী, দীনেশ দেবনাথ, আজিজ খান, জাকারিয়া তালুকদার, জাতীয় পার্টি নেতা আলহাজ নুরুল আম্বিয়া, সাংবাদিক সাকিব আল মামুন, জাহিদ উদ্দিন, খালেদ হোসেন, জয় রায় হিমেল, ফাহিম আহমদ, মান্না আহমদ প্রমুখ।
উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড প্রি ক্যাডেট স্কুল এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আজমল হোসেন চৌধুরী শুভন, সহ সভাপতি সুহৃদ রঞ্জন দাস, সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, অর্থ সম্পাদক বিদ্যুৎ জ্যোতি পুরকায়স্থ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম সুহেল, শিক্ষক সেবক তালুকদার, জহির আহমেদ প্রমুখ।
অজামিল চন্দ্র নাথ রোববার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। তিনি গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের ধারাবহর গ্রামের হলধর চন্দ্র নাথের ছেলে। তাঁর স্ত্রী সুকৃতি দেবনাথ ঢাকাদক্ষিণ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক। মৃত্যুকালে স্ত্রী, ভাই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিজ্ঞপ্তি