শ্রমিক কল্যাণ হাসপাতাল থানা পূর্ব’র সভা
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ৭:৪৩:২৮ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ সিলেট মহানগর সহ সভাপতি আব্দুল্লাহ আল ফারুক বলেছেন, শ্রমজীবীদের রক্ত ঘামে দেশের অর্থনীতি সচল হলেও তারাই সবচেয়ে লাঞ্ছিত-বঞ্চিত জনগোষ্ঠী। ছাত্রজনতার আন্দোলনে দীর্ঘ আওয়ামী দুঃশাসনের ইতি ঘটেছে। সেই আন্দোলনে শ্রমজীবী মানুষও নিহত ও আহত হয়েছে। শ্রমজীবীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনকে জোরদার করতে হবে।
তিনি শনিবার রাতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের আওতাধিন হাসপাতাল থানা পূর্ব-এর সাংগঠনিক ও চাঁদাপক্ষ উপলক্ষে অনুষ্ঠিত সাধারণ সভার প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
হাসপাতাল থানা পূর্ব সভাপতি আল মোমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সদরুজ্জামান নিজুর পরিচালনায় জিন্দাবাজারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত দায়িত্বশীল সভায় ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর সাধারণ সম্পাদক মিয়া মোঃ রাসেল, অফিস সম্পাদক নজরুল ইসলাম মারুফ, প্রচার ও ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক মো. দিলশাদ, হাসপাতাল থানা পূর্ব এর সাংগঠনিক সম্পাদক কমর উদদিন চৌধুরী, আব্দুর রউফ, মোয়াজ জাকারিয়া, আল আমিন, আমির হোসেন, শোয়েব আহমদ ও আম্বিয়া হেসেন প্রমূখ। বিজ্ঞপ্তি