নগরে দুই স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীকে কুপিয়ে জখম
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ৮:৪৩:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর স্বেচ্ছাসেবক লীগের ৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মনজুর আহমদসহ দুজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত ৯টার দিকে নগরীর বনকলাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন- নগরীর স্বেচ্ছাসেবক লীগের ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মঞ্জুর আলম ও তার সহযোগী রুমেল খান। তারা দুজন বনকলাপাড়ার লাল-সবুজ আবাসিক এলাকার বাসিন্দা। মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য মনজুর আহমদকে ঢাকায় পাঠানো হয়েছে। আর রুমেল খান ওসমানী হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
এসএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, মঞ্জুরের হাত ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
আহত রুমেল আহমেদ বলেন, লোডশেডিংয়ের সময় আমি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলাম। এমন সময় একদল হামলাকারী মোটরসাইকেলে করে ধারালো অস্ত্র নিয়ে এসে আমার ওপর হামলা চালায়। এতে আমার পিঠে ও পায়ে আঘাত পেয়েছি। তিনি বলেন, হামলাকারীরা পরে কাছাকাছি একটি সেলুনে চলে যায় এবং মঞ্জুরকে আক্রমণ করে। তারা তাকে এতটাই কুপিয়েছে যে তার একটি হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে ঢাকায় রেফার করা হয়েছে।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী বলেন, রোববার রাতে আহত দুজনকেই হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে মঞ্জুর আলমের আঘাত গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। আহত রুমেল চিকিৎসাধীন রয়েছেন।
অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, দুর্বৃত্তদের হামলা দুজন আহত হয়েছেন। গুরতর আহত দুজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে। আমরা হামলার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।