সিলেট ও হবিগঞ্জে দুদকের নতুন উপ-পরিচালক
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ৮:৪৪:৩১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১০ পরিচালক ও ৪২ উপ-পরিচালক (জেলা) পদে রদবদল করা হয়েছে। এর মধ্যে রয়েছে সিলেট ও হবিগঞ্জ।
সোমবার (৯ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পৃথক আদেশে তাদের সিলেট, হবিগঞ্জ, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, কুড়িগ্রাম, দিনাজপুর, নওগাঁ, খুলনা ও চাঁদপুরের বিভিন্ন অফিসে বদলি করা হয়েছে।
জানা যায়, দুদকের সিলেট জেলা কার্যালয়ের উপ-পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে রাফি মো. নাজমুস সাদাৎকে। তিনি ঢাকা প্রধান কার্যালয়ে উপ-পরিচালক পদে কর্মরত ছিলেন। তবে সিলেটের বর্তমান উপপ-পরিচালক মো. জাবেদ হাবিবকে কোথায় বদলি করা হয়েছে সেটি অফিস আদেশে উল্লেখ নেই।
অপরদিকে, হবিগঞ্জ জেলা কার্যালয়ের বর্তমান উপ-পরিচালক মোজাম্মিল হোসেনকে ঢাকা প্রধান কার্যালয়ে বদলি করা হয়েছে। তার জায়গা আসছেন ঢাকা প্রধান কার্যালয়ের সম্পদ ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক মো. এরশাদ মিয়া।