মৌলভীবাজারে বোরহান উদ্দিন সোসাইটির বীজ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৪, ৬:৩৮:৫১ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) এর উদ্যোগে সাম্প্রতিককালে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ধান বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার জেলার রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়ন এর খাস প্রেমনগর ও অন্তেহরি গ্রামে ও সদর উপজেলার কাদীপুর গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত তিনশত কৃষকদের মধ্যে ধানের বীজ বিতরণ করা হয়।
ধানের বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, সাংগঠনিক সচিব এম জুনেদ আহমদ, যুগ্ম অর্থ সচিব কামরান চৌধুরী, চৌধুরী আছিয়া রহমান একাডেমীর শিক্ষক নিলুর রহমান, টিম মেম্বার মোহাম্মদ ইসমাইল, রেদোয়ান ইসলাম সামী, মনির হোসাইন, সাব্বির হোসাইন সাগর, শেখ রেজাউল ইয়াকুব আলী ও আজাদ আহমদ প্রমুখ।