বিশ্বনাথে লিয়া ট্রাস্টের খাদ্য বিতরণ
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৪, ৭:০৩:১৮ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি:
বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেছেন, অসহায় মানুষের পাশে সব সময় প্রবাসীরা এগিয়ে আসেন। তাদের মাধ্যমে আমরা সমাজের অবহেলিত বঞ্চিত মানুষের কল্যাণে দাঁড়াই।
তিনি সোমবার পৌরশহরের কারিকোনাগ্রামস্থ আখলিছ আলীর বাসভবনে লিয়া ট্রাস্ট চ্যারিটি অর্গানাইজেশনের উদ্যোগে দেড় শতাধিক অসহায় ও দু:স্থ পরিবারের সদস্যদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কারিকোনা গ্রামের মুরব্বী শুকুর আলীর সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজকর্মী খোয়াজ আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, কোষাধ্যক্ষ মো. জামাল মিয়া, সমাজকর্মী শফিক মিয়া, আখলিছ আলী, ইলিয়াছ আলী, মাওলানা লুৎফুর রহমান।
আলোচনা সভা শেষে এলাকার দেড় শতাধিক অসহায় ও দু:স্থ পরিবারের সদস্যদের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।