জগন্নাথপুরে শাহজালাল মহাবিদ্যালয় শিক্ষকদের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৪, ৭:০৪:৪০ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে শাহজালাল মহাবিদ্যালয় শিক্ষকদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বিগত ৫ বছরের বকেয়া ভাতা ও ৮ বছরের প্রভিডেন্ট ফান্ড পরিশোধের দাবিতে সোমবার দুপুরে মহাবিদ্যালয় গেইটের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শাহজালাল মহাবিদ্যালয় এর সহকারী অধ্যাপক (রাস্ট্র বিজ্ঞান) মোহাম্মদ এনামুল কবির, প্রভাষক (জীব বিজ্ঞান) মোহাম্মদ শিব্বির আহমদ, প্রভাষক (দর্শন) রিংকর চন্দ্র রায়, প্রভাষক (উচ্চতর গণিত) দেবাশীষ রায়, প্রভাষক (বাংলা) মোঃ হাসানুজ্জামান খান, প্রভাষক (ইংরেজি) মোঃ আবু তাহের রানা, প্রভাষক (ইসালমের ইতিহাস ও সংস্কৃতি) মাহমুদ সুলতান, প্রভাষক (পদার্থ বিজ্ঞান) মির্জা আমিনুল হক, প্রভাষক (অর্থনীতি) মোঃ জহিরুল ইসলাম, প্রভাষক (রসায়ন) মোঃ মহিউদ্দিন, জুটন তালুকদার (শরীর চর্চা শিক্ষক) ও মোঃ আমিরুল ইসলাম (প্রদর্শক) প্রমূখ।
পরে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-বশিরুল ইসলাম বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।