বিয়ানীবাজারে ছাত্র জমিয়তের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৪, ৭:৩৪:১৪ অপরাহ্ন
বিয়ানীবাজারে ছাত্র জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় বিয়ানীবাজারস্থ একটি সেন্টারে শাখা সভাপতি ইমদাদ আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুর রহমানের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শাখার সদস্য হুসাইন আহমদ।
মতবিনিময় সভায় কলেজ ছাত্র জমিয়তের সাংগঠনিক কাজকে গতিশীল করতে বিভিন্ন বিষয় নিয়ে জেলা শাখার সাথে আলোচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার সভাপতি কাওছার আহমদ, সহ সভাপতি হাফিজ আব্দুল্লাহ, অর্থ সম্পাদক শেখ উসামা, কলেজ বিষয়ক সম্পাদক ছিদ্দিক আলম, নির্বাহী সদস্য এম এবাদুর রহমান খান, কলেজ শাখার সাবেক সভাপতি হিফজুল আমিন খান, সাবেক ছাত্রনেতা আবুল কালাম, কলেজ ছাত্র জমিয়তের সহ সভাপতি ছোলাইমান রহমান, সাংগঠনিক সম্পাদক মিনহাজ আহমদ, অর্থ সম্পাদক আব্দুল আলিম রাসেল, প্রচার সম্পাদক আব্দুস সামাদ চৌধুরী, সাহিত্য সম্পাদক আব্দুল্লাহ আল মাহফুজ, সদস্য রাহি আহমদ, আবদুর রহমান আল মাহবুব, তামিম আহমদ ও বদরুল আলম প্রমূখ। বিজ্ঞপ্তি