রবিউল আউয়াল উপলক্ষে কেমুসাসের সিরাত প্রতিযোগিতা
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৪, ৭:৩৪:৫৮ অপরাহ্ন
পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) উদ্যোগে নাতে রাসুল (সা.), কেরাত, রচনা ও ক্যালিগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের দোতলায় মাহে রবিউল আউয়াল উদযাপন উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।
মাহে রবিউল আউয়াল উদযাপন উপকমিটির সদস্য সচিব জাহেদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য কামরুল আলমের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন উপ-কমিটির সদস্য ছয়ফুল করিম চৌধুরী হায়াত, আহমদ মাহবুব ফেরদৌস, ফায়যুর রাহমান, সংসদের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সেলিম আউয়াল ও কার্যকরী পরিষদ সদস্য দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী।
সভার সিদ্ধান্ত অনুযায়ী রচনা প্রতিযোগিতা চারটি গ্রুপে অনুষ্ঠিত হবে। ক গ্রুপ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য (৬ষ্ঠ-১০ম শ্রেণি, স্কুল/মাদরাসা/সমমান), খ গ্রুপ উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য (একাদশ ও দ্বাদশ শ্রেণি, কলেজ/ মাদরাসা/সমমান), গ গ্রুপ বিশ্ববিদ্যালয় ও সমমানের শিক্ষার্থীদের জন্য (ডিগ্রি/ অনার্স/ মাস্টার্স/ সমমান) এবং ঘ গ্রুপ উন্মুক্ত। ক গ্রুপের বিষয় ‘মহানবী (সা.) এর শৈশব’ অনুর্ধ্ব ৮০০ শব্দ, খ গ্রুপের বিষয় ‘মানবতার বন্ধু আমাদের প্রিয়নবী (সা.), অনুর্ধ্ব ১০০০ শব্দ, গ গ্রুপের বিষয় ‘সমাজ সংস্কারে হযরত মুহাম্মদ (সা.)’ অনুর্ধ ১২০০ শব্দ এবং ঘ গ্রুপের বিষয় ‘মানব সভ্যতায় বিদায় হজে¦র ভাষণের প্রভাব।
নাতে রাসুল (সা.) ক ও খ এই দুটি গ্রুপে অনুষ্ঠিত হবে। ক গ্রুপ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী (৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি) এবং খ গ্রুপ কলেজ ও বিশ্ববিদ্যালয় বা সমমানের শিক্ষার্থী। বিষয় রাসুলুল্লাহ (সা.) এর শানে যেকোনো নাতে রাসুল পরিবেশন করা যাবে।
কেরাত প্রতিযোগিতা ক ও খ এই দুটি গ্রুপে অনুষ্ঠিত হবে। ক গ্রুপে শিশু শ্রেণি থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা (স্কুল/ মাদরাসা/সমমান) অংশগ্রহণ করতে পারবে। খ গ্রুপে ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা (স্কুল/ মাদরাসা/সমমান) অংশগ্রহণ করতে পারবে। ক গ্রুপের বিষয় সূরা ফাতেহা এবং খ গ্রুপের বিষয় সূরা নসর।
রচনা জমা দেওয়ার শেষ তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৪ এবং নাতে রাসুল (সা.), ক্বেরাত প্রতিযোগিতা ও ক্যালিগ্রাফি ২০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ বিকাল সাড়ে ৩টায় সংসদে অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রতিযোগীদেরকে কেমুসাস অফিসে (অফিস চলাকালে বিকাল ৩টা থেকে রাত সাড়ে ৮টা) বিনামূল্যে নাম নিবন্ধন করতে আহবান করা হয়েছে। বিজ্ঞপ্তি