কুলাউড়ায় ৬ পরিবারকে ঘর নির্মাণ করে দিলো স্বাধীন ছাত্র অনুষদ
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৪, ৭:৪৭:২১ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ পরিবারকে স্বাধীন ছাত্র অনুষদ সিলেটের উদ্যোগে বাসস্থান নির্মাণ করে দেওয়া হয়েছে। উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লালপুর গ্রামে সিতারা বেগম, আকবর আলী, আবাব হোসেন, উমর আলী, পাল্লাকান্দি গ্রামে ময়ূব আলী ও মনোরাজ গ্রামে ছিদ্দিক আলীকে বাসস্থান নির্মাণ করে দেওয়া হয়।
সিলেটবাসীদের সহযোগিতায় ‘বাসস্থান নির্মাণ’ প্রকল্পের অধীনে এ কাজে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা শাহরিয়ার আদিল নবাব, মিনহাজ উদ্দিন ও সাইদ আহমদ, সংগঠনের সভাপতি মো. নূরুল ইসলাম খান, সহসম্পাদক আরিফুল ইসলাম ইফতি, সদস্য কামরুল ইসলাম, সাকিব আহমদ, আব্দুল্লাহ আল মামুন, কল্পনা আক্তার, রুপা আক্তার, আরিফুল ইসলাম প্রমুখ।
সংগঠনের দায়িত্বশীলরা জানান, মহতী এ কাজে সর্বাত্মক সহযোগিতা করেন কুলাউড়ার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য শেখ বদরুল ইসলাম রানা, টিলাগাঁও ইউনিয়নের দেলাওয়ার হোসেন ও এবাদুর রহমান।