ওসমানীনগরে একঘরে করে পরিবারের কর্তাকে গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৪, ৭:৫৯:৩৩ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি:
ওসমানীনগরে গ্রামবাসীর সাথে উশৃংখল আচরণের অভিযোগে কামাল উদ্দিন (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে কোর্টে চালান করেছে পুলিশ। সে উপজেলার উমরপুর ইউনিয়নের হাউসপুর গ্রামের মৃত আরমান আলীর ছেলে। ইতোপূর্বে তাকে গ্রামের পঞ্চায়েত থেকে বাদ দিয়ে একঘরে করে রাখা হয়। অন্যদিকে কামালের পরিবারের দাবী, গ্রামের মসজিদের ভূমি স্থানীয় ইউপি সদস্য সেলিম আহমদ দখল করে রাখায় এবং গেল নির্বাচনে সেলিম এর বিরুদ্ধে কামাল কাজ করায় পরিকল্পিতভাবে তাকে গ্রেফতার করানো হয়েছে। পরিবারের কর্মক্ষম ব্যক্তিকে গ্রেফতার করায় পরিবারের অন্যান্য সদস্যদের জীবন যাপন নিয়ে আশংকা রয়েছে।
জানা যায়, কামাল উদ্দিন এর পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য হলে গ্রামবাসি তাকে পঞ্চায়েত থেকে বাদ দিয়ে একঘরে করে রাখেন। গত শুক্রবার কামাল হাউসপুর জামে মসজিদে নামাজ পড়তে গিয়ে মসজিদের ইমামের বেতন দিতে চান। তখন পঞ্চায়েতের লোকজন জানান, সে পঞ্চায়েত থেকে বাদ, বেতন নেওয়া যাবেনা। তখন তিনি পঞ্চায়েতকে কটাক্ষ করে বিবস্ত্র হয়ে ক্ষোভ প্রকাশ করেন। ঘটনার পর মসজিদের মোতাওয়াল্লী মোশারফ মিয়া (৬০) বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কামাল উদ্দিনকে আটক করে ১৫১ ধারায় কোর্টে চালান করে।
ধৃত কামাল উদ্দিনের ছোট ভাই ইসলাম উদ্দিন বলেন, আমাদের গ্রামের মসজিদে উমর আলী ২২ শতক জমি দান করেন। এ জমিটি সেলিম মেম্বারের বাড়ির পেছনে। তিনি এ জমিটি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছেন। আমার ভাই এর প্রতিবাদ করলে কৌশলে তিনি গ্রামবাসিকে উসকানি দিয়ে একটি মিথ্যা অভিযোগ দায়ের করে তাকে গ্রেফতার করিয়েছেন। তাছাড়া গেল নির্বাচনে আমাদের পরিবার সেলিম মেম্বারের বিপক্ষে কাজ করায় তিনি আমাদের উপর ক্ষিপ্ত রয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য সেলিম আহমদ বলেন, সে গ্রামের পঞ্চায়েতের সাথে উলঙ্গ হয়ে বেয়াদবী করেছে। গ্রামবাসী তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। আমি মসজিদের জমি দখল করিনি, এটি মিথ্যা কথা।
ওসমানীনগর থানার এস আই জহিরুল ইসলাম বলেন, গ্রামের লোকজনের সাথে বাজে আচরণের একটি অভিযোগ আসলে তাকে আটক করে ১৫১ ধারায় কোর্টে চালান করা হয়েছে।