ছাতকে বস্তাবন্দী লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৪, ৮:০০:৪৪ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি:
ছাতকে জিয়াউর রহমান (৪০) নামের একজনের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের মহদী গ্রামের প্রণব দাসের বাড়ির পাশের একটি ডোবা থেকে পুলিশ এ লাশ উদ্ধার করে।
স্থানীয় লোকজন সকালে ডোবায় একটি মুখ বাঁধা বস্তা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাবন্দী অবস্থায় জিয়াউর রহমানের লাশ উদ্ধার করেছে।
জিয়াউর রহমান উপজেলার সিংচাপইড় ইউনিয়নের গহরপুর গ্রামের ময়না মিয়ার পুত্র। জিয়াউর রহমানের স্ত্রী রানু বেগম তার লাশ সনাক্ত করেছেন। রানু বেগম জানান, তার স্বামী গত রোববার থেকে নিখোঁজ ছিলেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।