আল কোরআন শিক্ষা পরিষদের শিক্ষক প্রশিক্ষণের প্রদর্শনী ক্লাস
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৪, ৮:২০:৫৮ অপরাহ্ন
আল কোরআন শিক্ষা পরিষদ সিলেট বাংলাদেশের উদ্যোগে ইলমুল ক্বিরআত ও শিক্ষক প্রশিক্ষণের প্রদর্শনী ক্লাস সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ প্রদান করেন আল আযহার বিশ্ববিদ্যালয় মিশরের হাফিজ মাওলানা এস এম আমানাত উল্লাহ হেলাল।
সোমবার রাতে নগরীর দরগা মহল্লাস্থ আল কোরআন ওয়াস সুন্নাহ শিক্ষা কেন্দ্রের হলরুমে আল কোরআন শিক্ষা পরিষদের শিক্ষার্থীদের ছবক প্রদান উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন আল কোরআন শিক্ষা পরিষদের মজলিসে শূরা সভাপতি, জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদরাসার শিক্ষা সচিব মুহাদ্দিস মুফতী মাওলানা শফিকুর রহমান।
আল কোরআন শিক্ষা পরিষদের সভাপতি শায়খুল ক্বোররা মাওলানা ক্বারী সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন আল কোরআন ওয়াস সুন্নাহ শিক্ষা কেন্দ্রের সভাপতি ইয়াহিয়া আহমদ, সেক্রেটারী অধ্যক্ষ ফরিদ আহমদ। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুল মুমিন পারভেজ, সৈয়দ মাহফুজ আহমদ, সাইফুর রহমান মিন্টু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা ক্বারী ছহুল আহমদ, মাওলানা ক্বারী এমরান আহমদ, মাওলানা ক্বারী কামাল আহমদ, মাষ্টার সাঈদুর রহমান প্রমুখ। এছাড়া অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন যথাক্রমে আরাফাত রহমান জিহান, তাকবির আহমদ,তাক্বি আহমদ, তামিমুল ইসলাম, আরিফ মিয়া, রাব্বানি রাশা।
কোটা ও বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের রূহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন শায়খুল ক্বোররা মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম। বিজ্ঞপ্তি