নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র প্রতিবাদ সভা
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৪, ৮:২২:০৬ অপরাহ্ন
ছাত্র-জনতার গণহত্যাকারী স্বৈরাচারী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সকল এমপি-মন্ত্রীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবিতে প্রতিবাদ সভা করেছে নিরাপদ বাংলাদেশ চাই ইউকে লন্ডন মহানগর শাখা। সোমবার বিকেলে লন্ডনের বেথনাল গ্রিনের কফি কর্নার হল রুমে উক্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের ইষ্ট লন্ডন শাখার সভাপতি আব্দুল হামিদ শিমুলের সভাপতিত্বে, সহ ইভেন্ট ম্যানেজম্যান্ট সম্পাদক আশরাফুল ইসলাম নোবেল ও লন্ডন মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক শিমুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র কেন্দ্রীয় উপদেষ্টা শামিমুল হক।
মানবাধিকার কর্মী রাহিদ আলীর পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি তাহমিদ হোসেন খান, কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি রায়হান আহমেদ। বক্তব্য রাখেন, ইষ্ট লন্ডন শাখার সেক্রেটারি রাবেল আহমেদ, কেন্দ্রীয় সহ ইভেন্ট ম্যানেজম্যান্ট সম্পাদক মিনহাজ উদদীন খান, সহ প্রচার সম্পাদক মাহফুজুর রহমান খান, রাকিব মিয়া, জামায়াত নেতা বিলাল আহমদ, বিএনপি নেতা মামুনুর রশিদ, আব্দুল বাছিত সোহাগ, সাইফুল ইসলাম, এসিস্ট্যান্ট পাবিলিসিটি সেক্রেটারী তামজিদুর রহমান মুরাদ, মনসুর রহমান রাজু, জামাল উদ্দিন আহমদ, মো: অলিউর রহমান, মো: আলম আহমদ, কামাল আহমদ ও ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনালের জয়েন্ট সেক্রেটারি আব্দুল্লাহ আল জাবির প্রমূখ।
সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের ইষ্ট লন্ডন শাখার ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক আব্দুল বাছিত রাজু, সহ-প্রচার সম্পাদক মো: ছাবিদ মিয়া, আফজাল হুসাইন, সাইফুল ইসলাম, আব্দুল আলী, জামাল উদ্দিন আহমেদ, ফাতিন হাসনাত, মো আলম আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদ মোফাজল আহমদ, মোঃ সুহাদ মিয়া কামালী, নিজামুদ্দীন, মোঃ আবদুল মুহিত, মোঃ জাহেদুল ইসলাম, মারজানুর রহমান রিপন, আলি হাসান, সংবাদিক ও মানবাধিকার কর্মী আব্দুল কাদের জিলানী ও ফারিয়া আখতার সুমি প্রমূখ। বিজ্ঞপ্তি