অস্তিত্ব সংকটে ইউরোপীয় ইউনিয়ন
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৪, ৭:৪৬:০৭ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: অস্তিত্ব সংকটে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এমন আশঙ্কার কথাই বলেছেন ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের সাবেক প্রেসিডেন্ট মারিও দ্রাঘি। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, ইউরোপকে বাঁচাতে এখন প্রয়োজন নজিরবিহীন বিনিয়োগ। ইউরোপীয় ইউনিয়নকে তাদের লক্ষ্যে পৌঁছাতে হলে বিনিয়োগের পরিমাণ ব্যাপকভাবে বাড়াতে হবে। বিশেষ করে প্রতিরক্ষা সক্ষমতা উন্নত করতে বেশি ব্যয় করতে হবে।
তিনি আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ইউরোপ যতটা বিনিয়োগ করেছিল, তার দ্বিগুণেরও বেশি বিনিয়োগ প্রয়োজন। অর্থনীতিকে ডিজিটালাইজ, ডিকার্বনাইজ এবং প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে ইউরোপে বিনিয়োগের হার জিডিপির প্রায় ৫ শতাংশ বাড়াতে হবে। এটি একটি নজিরবিহীন বিষয়। ১৯৪৮-৫১ সালে মার্শাল প্ল্যানের মাধ্যমে অতিরিক্ত বিনিয়োগ বার্ষিক জিডিপির মাত্র ১-২ শতাংশ ছিল।
আরটি জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ দেশই ন্যাটোর সদস্য। যেখানে প্রতিটি সদস্য দেশের জিডিপির ২ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করার লক্ষ্যমাত্রা রয়েছে। জুন মাসে ইউরোপীয় কমিশন অনুমান করেছিল যে, আগামী দশকে অতিরিক্ত প্রতিরক্ষা খাতে প্রায় ৫০০ বিলিয়ন ইউরো বিনিয়োগ প্রয়োজন হবে।
দ্রাঘি জানান, বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্প খণ্ডিত এবং বড় পরিসরে উৎপাদনে ব্যর্থ। রাশিয়া ও ইউক্রেনের সংঘাতসহ বিভিন্ন কারণে এখন ভূ-রাজনৈতিক পরিবেশ অস্থির। আমরা এমন অবস্থায় এসে পৌঁছেছি যেখানে কার্যকর পদক্ষেপ না নিলে আমাদের কল্যাণ, পরিবেশ বা স্বাধীনতা কোন একটি বিষয়ে আপস করতে হবে। সব মিলিয়ে ইউরোপ এখন অস্তিত্ব সংকটে রয়েছে। ইউরোপের কৌশলগত স্বাধীনতা অর্জন ও বৈশ্বিক প্রভাব বাড়াতে প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা জরুরি।