সাংবাদিক তুরাবের মাকে জড়িয়ে কাঁদলেন-কাঁদালেন কেন্দ্রীয় সমন্বয়করা
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৪, ৮:৩৬:০৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে পুলিশের গুলীতে নিহত দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার সাংবাদিক এটিএম তুরাবের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ছাত্র-আন্দোলনের কেন্দ্রীয় ও সিলেটের সমন্বয়করা। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় তারা সিলেট নগরীর যতরপুরস্থ তুরাবের বাসায় যান। সাক্ষাৎকালে তুরাবের মা-কে জড়িয়ে অঝোরে কেঁদেছেন সমন্বয়করা। এসময় উপস্থিত পরিবারের সদস্যগণও কান্নায় ভেঙ্গে পড়েন। তখন সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। সমন্বয়কবৃন্দ শহীদ তুরাবের সদস্যদের গভীর সমবেদনা জানান ও তার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ১৯ জুলাই সিলেটে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের সরাসরি গুলিতে নিহত হন দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো চীফ ও দৈনিক জালালাবাদ স্টাফ রিপোর্টার এটিএম তুরাব।
জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী সম্প্রতি সিলেট সফরে আসেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের ১১ জনের কেন্দ্রীয় একটি সমন্বয়ক দল। মঙ্গলবার সকালে ঢাকা থেকে এসেই তারা সাংবাদিক তুরাবের বাসায় যান। সেখানে গিয়ে স্বজনদের সাথে সাক্ষাৎ করে সমাবেদনা জানানোর পাশাপাশি তুরাব হত্যার সুষ্ঠু বিচারের আশ্বাস দেন।
সাংবাদিকদের সাথে আলাপকালে সমন্বয়করা বলেন, গণঅভ্যুথানের লক্ষ্য উদ্দেশ্য সংহত ও তা শিক্ষার্থীদের ছড়িয়ে দেওয়া পাশাপাশি ছাত্র-জনতার মধ্যে ঐক্যে বজায় রাখতেই তাদের সিলেট সফর। এসময় বৈষ্যম্যবিরোধী আন্দোলনের নামে বিভিন্ন অপকমের্র সাথে জড়িত তাদের বিরুদ্ধে প্রশাসন ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান সমন্বয়করা।
সাক্ষাৎকালে কেন্দ্রীয় সমন্বয়করা সাংবাদিক এটিএম তুরাবের মা মমতাজ বেগমকে বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে একজন ছেলে শহীদ হয়েছেন। কিন্তু এখনো লাখো ছেলে তাদের পাশে রয়েছে। এ সময় তুরাবের পরিবারের যে কোনো প্রয়োজনে সমন্বয়কদের পাশে থাকার আশ্বাস দেন তারা।
এ সময় ছাত্র সমন্বয়কদের কাছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ভাই হত্যার বিচার স্থানান্তরে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে সাংবাদিক তুরাবের বড় ভাই আবুল আহসান মো. আজরফ বলেন, মৃত্যুর আগের দিনও তুরাবকে গুলি করে আহত করা হয়েছে। পরদিন তাকে টার্গেট করেই হত্যা করা হয়েছে। যারা তাকে গুলি করে হত্যা করেছে তাদের এখনো চাকরিতে বহাল রাখা হয়েছে।
তুরাবের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংবাদিকদের বলেন, গণঅভ্যুত্থানে যারা বুলেটের সামনে বুক পেতে দিয়েছে, তাদের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য বিভিন্ন জেলায় সফর করা হচ্ছে। এই সফর ছাত্র-জনতার মধ্যে ঐক্য ধরে রাখতেও কাজ করবে।
এসময় উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আল ইসলাম, সহ সমন্বয়ক রেদোয়ান আহমেদ, ফয়সাল হোসেন, সিলেট জেলার সমন্বয়ক ফয়সাল হোসেন, আবু সাঈদ, দেলোয়ার হোসেন ও গোলাম মর্তুজা সেলিম প্রমুখ।