কাষ্টঘরে পরিত্যক্ত পাইপ থেকে বুলেট উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৪, ৮:৪৪:৪৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর কাষ্টঘর এলাকায় অভিযান চালিয়ে একটি পরিত্যাক্ত পাইপ থেকে ১৭টি তাজা বুলেট উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। মঙ্গলবার বেলা ৩টার দিকে র্যাব-৯ এর একটি টিম অভিযান চালিয়ে বুলেটগুলো উদ্ধার করে।
বিষয়টি দৈনিক জালালাবাদকে নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল।
তিনি জানান- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কাষ্টঘরের একটি পরিত্যক্তি ঘরের সঙ্গে যুক্ত একটি পাইপে পড়ে থাকা ১৭টি বুলেট উদ্ধার করা হয়েছে। পাইপটিও বহুদিন ধরে অব্যবহৃত। এসময় কাউকে আটক করা যায়নি।