ছাতকে বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় ২ জন আটক
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৪, ৬:৩৯:৩৩ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি :
ছাতকে জিয়াউর রহমান (৪০) নামে এক ব্যক্তির বস্তা বন্দী লাশ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুই জনকে আটক করেছে পুলিশ। ইউনিয়নের গহরপুর গ্রামের বাটুল মিয়ার পুত্র মঈন উদ্দিন ও বলাই মিয়ার পুত্র রাজু মিয়াকে মঙ্গলবার বিকেলে পুলিশ আটক করে।
ছাতক থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম দুইজন আটকের বিষয়টি স্বীকার করে জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।