ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৪, ৬:৪০:৫২ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি :
ওসমানীনগরের বেগমপুরে এনা পরিবহনের যাত্রীবাহী বাস চাপায় বিশ্বজিৎ সূত্রধর (২৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহতসহ অপর এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। নিহত বিশ্বজিৎ উপজেলার সাদীপুর ইউনিয়নের গাভূরটিকি গ্রামের বিকুল সূত্রধরের ছেলে। আহত মোহন সূত্রধরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার রাত ১০টায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা পরিবহনের যাত্রীবাহী বাস উপজেলার বেগমপুর নামকস্থানে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকলটি বাসের নিচে চাপা পড়ে বাসের চাকায় আটকা পড়ে এবং ঘটনাস্থলেই বিশ্বজিৎ মারা যান। শেরপুর হাইওয়ে থানা পুলিশের ওসি পরিমল চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।