লোডশেডিংয়ে দিশেহারা বিয়ানীবাজারবাসী
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৪, ৭:৩৩:০৬ অপরাহ্ন
বিয়ানীবাজার প্রতিনিধি:
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় তীব্র গরমের মধ্যে বিদ্যুতের লোডশেডিংয়ে দিশেহারা সাধারণ মানুষসহ স্কুল কলেজের শিক্ষার্থীরা। গত এক সপ্তাহ থেকে উপজেলায় মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থী থেকে শুরু করে সকল শ্রেণি পেশার মানুষের। বিদ্যুৎ নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মনে। তবে বিদ্যুৎ বিভাগ বলছে আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে।
জুলাই থেকে আগস্ট মাসের প্রথম সপ্তাহে দেশের শিক্ষা ব্যবস্থায় হ-য-ব-র-ল অবস্থা থাকার ফলে শিক্ষার্থীরা অনেকটাই পিছিয়ে পড়ে। সেই ধকল কাটিয়ে উঠার আগেই শুরু হয় তীব্র গরমে আর তার মধ্যে বিদ্যুৎ বিভ্রাটে অনেকটা দিশেহারা শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ। উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিদ্যুৎ বিভ্রাটের ফলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হারিকেনসহ মোমবাতির ব্যবহার বাড়তে দেখা যায়।
স্কুল পড়ুয়া শিক্ষার্থী তাহমিদ হাসান নিহাল বলেন, ক্লাসের হোম ওয়ার্ক ঠিকমত শেষ করতে পারছি না কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকে লোডশেডিংয়ে অনেকটা অতিষ্ঠ।
আব্দুল্লাহ আরাফ নামের এক অভিভাবক বলেন, আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত। এমন অবস্থায় সিলেটসহ স্থানীয় সকল রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপ কামনা করছি।
টেলিকম ব্যবসায়ী সাদেক হোসেন বলেন, সারাদিন দোকানে এসে বসে থাকি দিনের অর্ধেক সময় বিদ্যুৎ থাকেনা, তাই আমরা গ্রাহকদের সার্ভিস দিতে পারছিনা, ব্যবসায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছি।
এ ব্যাপারে বিয়ানীবাজার পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম ভজন কুমার বর্মণ বলেন, চাহিদার তুলনায় সরবরাহ না থাকায় লোডশেডিং বেশি হচ্ছে। বিগত কয়েকদিনের লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে বিয়ানীবাজারের বাসিন্দারা, তবে আমরা আশা করছি আগামী কয়েকদিনের মধ্যে এ সমস্যা কেটে যাবে।