বিকাশের টাকা না দিয়ে পালিয়ে যাওয়ার সময় ছাত্রলীগ কর্মী আটক
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৪, ৭:৪৫:৪৪ অপরাহ্ন
বিয়ানীবাজার প্রতিনিধি :
সিলেটের জকিগঞ্জ উপজেলার বিরশ্রী ইউনিয়নের মাছুম বাজারে বিকাশে টাকা পাঠিয়ে নগদ টাকা না দিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে বিয়ানীবাজার উপজেলার এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে স্থানীয়রা। এরকম ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সেই ছাত্রলীগ নেতার পরিচয় শনাক্ত করেন নেটিজেনরা।
ভিডিও সুত্র ধরে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গত শুক্রবার (৬ সেপ্টেম্বর) জকিগঞ্জের মাছুম বাজারে বিকাশে টাকা পাঠিয়ে নগদ টাকা না দিয়ে প্রতারণা করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় ব্যবসায়ীরা ১ জনকে আটক করে। জিজ্ঞাসাবাদের পর তার কোমরে দড়ি বেঁধে টেনে নিয়ে যায় স্থানীয়রা। এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিও দেখে তার পরিচয় শনাক্ত করে অনেকেই বলছেন সে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী, তার নাম মাজেদ আহমদ।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বিরশ্রী ইউনিয়ন পরিষদের সদস্য কবির আহমদ বলেন, বাজারে বিকাশ থেকে টাকা তুলে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে। ওই সময় সে পালিয়ে পুকুরে ঝাঁপ দিলে সেখান থেকে ধরে নিয়ে এসে তাকে আটক করা হয়।
জকিগঞ্জ উপজেলার বিরশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাত্তার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, চুরির ঘটনাটি স্থানীয়দের হস্তক্ষেপে সমাধান হয়েছে।