জাউয়াবাজার কলেজে সৃষ্ট অপ্রীতিকর ঘটনা নিস্পত্তি
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৪, ৭:৫০:১৮ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি :
ছাতকের জাউয়াবাজার ডিগ্রি কলেজে দুই ছাত্রের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট অপ্রীতিকর ঘটনা আপোষে নিস্পত্তি করা হয়েছে।
বুধবার দুপুরের জাউয়াবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে জাউয়া বাজার ডিগ্রী কলেজের এডহক কমিটির সভাপতি ও ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্নার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ছাতক সার্কেলের এসপি রনজয় মল্লিক, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হুমায়ুন কবির, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শাহ আলম, জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আকরাম আলী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনি শংকর ভৌমিক, সাবেক প্রধান শিক্ষক আব্দুল মুকিত শহীদ, মুহিত মিয়া, এনামুল হক, আসক উদ্দিন, লিলু মিয়া, আকবর আলী, কদরিছ খান, বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি নুর মিয়া, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, আব্দুল জব্বার, সুজন মিয়া, সাংবাদিক রাজ উদ্দিন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।