উইমেন্স মেডিকেলের নিজস্ব ফার্মেসী উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৪, ৮:১২:১১ অপরাহ্ন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের নিজস্ব ফার্মেসী গতকাল বুধবার উদ্বোধন করা হয়েছে। সকাল ১১টায় বিশিষ্টজনের উপস্থিতিতে ফিতা কেটে এই উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের দীর্ঘকালীন সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর। এসময় হলি সিলেট হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. ফজলুর রহিম কায়সার, ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. ওয়েস আহমদ চৌধুরী, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহানা ফেরদৌস চৌধুরী, প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. ইসমাঈল পাটোয়ারী, হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. জি এম মনিরুল ইসলাম এবং হলি সিলেট হোল্ডিং লিমিটেডের অন্যতম পরিচালক বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আজির উদ্দিন আহমদ, এন.আই. খান. সিরাজুল ইসলাম, আব্দুল হান্নান প্রমুখ পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য: এর আগে হাসপাতাল চত্বরে হাসপাতাল কর্তৃপক্ষের নিজস্ব কোনো ফার্মেসী ছিল না। ফার্মেসী উদ্বোধন উপলক্ষে মাসব্যাপী সর্বসাধারনের জন্য সকল ঔষধে ৫% ডিসকাউন্টের সুবিধা রাখা হয়েছে। বিজ্ঞপ্তি