ইউনূস সরকারের প্রথম একনেক বৈঠক ১৮ সেপ্টেম্বর
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৪, ৮:২৪:০১ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম একনেক (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) বৈঠক বসছে আগামী ১৮ সেপ্টেস্বর। ওইদিন বেলা সাড়ে ১১টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপার্সন ড. মুহাম্মদ ইউনূস। এতে উপদেষ্টা পরিষদের সদস্যসহ সংশিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
তবে কতটা প্রকল্প উপস্থাপন করা হবে সেটি এখনও চূড়ান্ত করা হয়নি। ১০ থেকে ১১টি প্রকল্প অন্তবর্তী সরকারের প্রথম একনেক বৈঠকে তোলা হতে পারে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই ঘটনার তিনদিন পর শপথ গ্রহণের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার।
নতুন এই সরকারের হাতে গত এক মাসে প্রশাসনের শীর্ষপদে ব্যাপক রদবদলের ঘটনা ঘটেছে, যা এখনও চলমান আছে। সেইসঙ্গে, দেশের আর্থিকখাতসহ বেশকিছু ক্ষেত্রে নেওয়া হয়েছে সংস্কার উদ্যোগ। এর মধ্যে অর্থনীতিকে স্থিতিশীল করতে কৌশলগত উদ্যোগ নেওয়ার অংশ হিসেবে অর্ন্তর্বতীকালীন সরকার সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে ১২ সদস্যের একটি শ্বেতপত্র কমিটি গঠন করা হয়।
ব্যাংকখাত সংস্কার সিদ্ধান্তে আলাদা কমিশন গঠন করা হয়েছে। অনিয়ম-জালিয়াতির ঋণ ও পাচারকৃত অর্থ দেশে ফেরত আনার। এছাড়া বৈষম্যহীন টেকসই উন্নয়নের জন্য অর্থনৈতিক কৌশল পুনর্র্নিধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণের রিপোর্ট প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
এরই অংশ হিসেবে একটি ন্যায্য, টেকসই ও গতিশীল অর্থনীতির ভিত তৈরির লক্ষ্যে বিআইডিএসের সাবেক সভাপতি ড. কে এ এস মুর্শিদকে সভাপতি করে ১২ সদস্যের টাস্কফোর্স গঠন করা হয়েছে।