সুনামগঞ্জের নতুন ডিসি ইলিয়াস
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৪, ৮:৩৬:০২ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের নতুন জেলা প্রশাসক পদায়ন করা হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠপ্রশাসন শাখা থেকে বদলির এই আদেশ দেওয়া হয়। আদেশে জানানো হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইলিয়াস মিয়াকে সুনামগঞ্জে জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।
আদেশে আরও ৩৩ জেলায় নতুন জেলা প্রশাসক পদায়নের কথা বলা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠপ্রশাসন শাখার উপসচিব মোহাম্মদ ইব্রাহীম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।