সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময়: সাংবাদিক তুরাব হত্যা মামলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৪, ৮:৪০:২০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট মেট্রোপলিটন পুলিশের নবাগত পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম বলেছেন, সিলেটে প্রকাশ্য দিবালোকে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাবের হত্যা মামলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। শুধু তাই নয়, বিগত ছাত্রজনতার আন্দোলনে নিহতের প্রতিটি ঘটনার সঠিক তদন্ত ও এর বিচার নিশ্চিত করতে পুলিশ কাজ করবে। তুরাব হত্যার সাথে জড়িত যেই হোক না কেন তাকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।
বুধবার বিকেলে এসএমপির হলরুমে সিলেটে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত কথা বলেন।
বিগত সরকারের আমলে নিজেই বৈষম্যের শিকার ছিলেন জানিয়ে নবাগত পুলিশ কমিশনার বলেন, ছাত্রজনতার বিজয়ের মাধ্যমে দেশে নতুন যুগের সুচনা হয়েছে। মেধা ও যোগ্যতা বাদ দিয়ে দলীয় ভিত্তিতে পদোন্নতির কারণে পুলিশের উচ্চ পদে অযোগ্যরা স্থান করে নিয়েছিল। যার ফলে ৫ আগস্ট পুলিশ ছাত্রজনতার ক্রোধের শিকার হয়েছে। সিনিয়র অফিসারদেরকে পালিয়ে যেতে হয়েছে। যা পুলিশ বাহিনীর ইতিহাসে একটি কালো অধ্যায়ের সুচনা করেছে। সকল পুলিশ যে দোষী তেমন নয়, এরপরও পুলিশের উপর হামলা- থানায় ভাংচুর অগ্নিসংযোগ কোনভাবেই গ্রহণযোগ্য নয়। বিগত সময়ে পুলিশের যেসব কর্মকর্তা অন্যায়, অবিচার ও দুর্নীতির সাথে জড়িত ছিলেন সবাইকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। সিলেটে অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারে কঠোর পদক্ষেপ নেয়া হবে। কোন দুষ্কৃতকারীকে ছাড় দেয়া হবেনা। আমরা একটি সত্যিকারের জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে চাই। যারা সত্যিকার অর্থেই জনতার পুলিশ হবে। এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
সিলেটে চোরাচালানের সাথে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে নবাগত পুলিশ কমিশনার আরো বলেন, ছাত্রজনতার আন্দোলনে পুলিশের কতিপয় অতিউৎসাহী কর্মকর্তার নির্মমতা পুলিশ বাহিনীর জন্য লজ্জাজনক ইতিহাস সৃষ্টি করেছে। আয়নাঘরের চিত্র দেখে নিজেকে এই বাহিনীর সদস্য ভাবতেই খারাপ লাগতো। আমরা সত্যিকারের পুলিশ হিসেবে জনতার পাশে দাঁড়াতে চাই। এজন্য কিছুটা সময় লাগবে। পুলিশ বাহিনীর মনোবল বৃদ্ধি করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে জোর প্রচেষ্টা চলছে।
এসময় বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ, বাসস-সিলেট ব্যুরো প্রধান সেলিম আউয়াল, দৈনিক সিলেটের ডাকের প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, দৈনিক প্রভাত বেলার সম্পাদক কবীর আহমদ সোহেল, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরী, বনিক বার্তার সিলেট ব্যুরো নুর আহমদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান এমজেএইচ জামিল, আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক ইয়াইয়া মারুফ প্রমূখ।
মতবিনিময়কালে সিলেটে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এসএমপির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।