এমসি কলেজে দ্রোহের গান ও কাওয়ালী সন্ধ্যা
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০২৪, ৯:০৯:১৮ অপরাহ্ন
এমসি কলেজ সংবাদদাতা: জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ ও ভারতের আগ্রাসনের প্রতিবাদে এমসি কলেজে অনুষ্ঠিত হয়েছে দ্রোহের গান ও কাওয়ালী সন্ধ্যা। ১১ সেপ্টেম্বর বিকেল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত অনুষ্ঠিত আয়োজনটিতে গাওয়া হয়েছে বিপ্লবী গান, কবিতা, জারি ও কাওয়ালী গান। সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটিতে পারফর্ম করেন স্থানীয় শিল্পী ও বিভিন্ন শিল্পীগোষ্ঠীরা।
সরেজমিনে উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করেন এমসি কলেজের প্রিন্সিপাল প্রফেসর আবুল আনাম মোঃ রিয়াজ ও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ তোফায়েল আহম্মাদ।
দীর্ঘ ষোলো বছর পর আয়োজিত এরকম ব্যতিক্রমী আয়োজনে গণজোয়ার নামে অনুষ্ঠানটিতে। এইদিকে, আয়োজনের এই ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যাপ্ত করেন আয়োজকরা।