সিলেট উইমেন্স হাসপাতালে নিউরোলজী বিভাগে যুক্ত হলো এনসিএস মেশিন
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৪, ৬:৪১:২০ অপরাহ্ন
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজী বিভাগে যুক্ত হলো NCS Machine. বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ফিতা কেটে এর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলি সিলেট হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ ফজলুর রহিম কায়সার। এছাড়াও ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাঃ ওয়েস আহমদ চৌধুরী, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শাহানা ফেরদৌস চৌধুরী, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ জি এম মনিরুল ইসলাম (অব.), নিউরোসার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ খন্দকার আবু তালহা এবং নিউরোলজী বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ রাহাত আমিন চৌধুরী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নিউরোলজী বিভাগের ডাঃ রাহাত আমিন চৌধুরীর তত্ত্বাবধানে আমেরিকার বিখ্যাত কেডাওয়েল কোম্পানির মেশিনের মাধ্যমে স্বল্প খরচে এনসিএস ও ইএমজি টেস্ট করানো যাবে এখন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে। বিজ্ঞপ্তি