দেওয়ান বাজার ইউনিয়নে বিএনপির জনসভা
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৪, ৭:০০:১৯ অপরাহ্ন
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ ভেবেছিল তারা কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে কিন্তু এদেশের জনগণ তাদের ক্ষমতা থেকে টেনে নামিয়েছে। জনরোষ থেকে বাঁচতে তাদের নেতা ভারতে পালিয়ে গেলেও অনেকে পালানোরও সময় পায়নি। আওয়ামী লীগের এ করুণ পরিনতি থেকে সবার শিক্ষা নিতে হবে।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন শাখার উদ্যোগে বুধবার স্থানীয় মোরারবাজারে আয়োজিত জনসভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দেওয়ানবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজ আব্দুল হাদির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল আলম পিন্টু ও বালাগঞ্জ উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মোঃ এমদাদুর রহমান জাকিরের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল আহাদ খান জামান। বিশেষ বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম রব্বানী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান, জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক এম মুজিবুর রহমান, বালাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লুৎফুর রহমান, জেলা বিএনপির সদস্য নাজমুল আলম, জেলা বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক সাহিদুল হক সুহল, জেলা বিএনপির সদস্য তোফায়েল আহমদ সুহেল, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সেফুল।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হক সিরাজী, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মিনহাজুল ইসলাম চৌধুরী, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রাজুল ইসলাম রাজু, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক নেতা রায়হান আহমেদ। বিজ্ঞপ্তি