সিলেট ব্যবসায়ী সমিতিকে অনুদানের টাকা ফেরত দিলো বিএনপি
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৪, ৭:০৩:৫৯ অপরাহ্ন
মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি চেম্বার অব কমার্সের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ব্যবসায়ী সমিতির সভাপতি জিয়াউল হক জিয়ার দাওয়াতে ও সিলেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে সিলেট ব্যবসায়ী সমিতি ব্যানারে বুধবার হোটেল ষ্টার প্যাসিফিকের বল রুমে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দের হাতে বন্যাদুর্গত এলাকায় বিতরণের জন্য অনুদানের ৪ লাখ টাকা তুলে দেয়া হয়। বিএনপির পক্ষ থেকে টাকা গ্রহণ করেন জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমেদ চৌধুরী, মহানগর সেক্রেটারি ইমদাদ হোসেন চৌধুরী ।
অনুদান প্রদানকালে গত আওয়ামী সরকারের মদদপুষ্ট কিছু ব্যক্তির উপস্থিতি পরিলক্ষিত হওয়ায় বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি জিয়াউল হক ও সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেনের কাছে বৃহস্পতিবার সেই অনুদানের অর্থ ফেরত দেয়া হয়। বিজ্ঞপ্তি