বুয়েটের নতুন উপাচার্য ড. বোরহান
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৪, ৭:১৯:২১ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। এ ছাড়া বুয়েটে উপ-উপাচার্য পদে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের আচার্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নির্দেশে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত দুটি পৃথক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।