শিবেরবাজারে প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে স্মারকলিপি
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৪, ৭:৩০:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: শহরতলীর জালালাবাদ শিবেরবাজার এলাকার শাহজালাল র. বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখর উদ্দিনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ এনে তাকে অপসারণ করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ভোক্তভোগী, অভিভাবক এবং এলাকাবাসীর পক্ষ থেকে এই স্মারকলিপি দেওয়া হয়। এতে তারা অভিযুক্ত প্রধান শিক্ষকের দায়িত্বরত অবস্থায় নানান অনিয়মের বিস্তারিত প্রমাণ তুলে তিন দফা দাবি জানান। দাবিগুলোর মধ্যে ছিল অবিলম্বে প্রধান শিক্ষকের অপসারণ এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ। প্রধান শিক্ষক স্বপদে থাকলে তদন্তে ব্যঘাত ঘটার শঙ্কাও করেন তারা। এছাড়া স্কুলের সকল আয় ব্যয় অডিট করা এবং গ্রামপ্রধান স্কুল হওয়ায় ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে এলাকার গণ্যমান্য ও স্বশিক্ষিত ব্যক্তি নির্বাচিত হয়ে থাকেন। এতে অনেক সময় সভাপতির স্বাক্ষর জাল করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ আছে, সভাপতি সহজ সরল গ্রাম্য মুরব্বি বিধায় সবকিছু তার অবগতি সাপেক্ষে না করলেও তার বোঝার সুযোগ কম। তাই ম্যানেজিং কমিটির যেসব কাগজপত্রে সভাপতির স্বাক্ষর আছে তা যাচাই বাছাই করার ব্যবস্থা করতে হবে।