ইয়াকুব তাজুল কলেজের সভাপতি আলী আব্বাস
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৪, ৭:৪৭:২৬ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির নুতন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কর্তৃক সভাপতি মনোনীত হয়েছেন সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাস খাঁন।
বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এছাড়া কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য মনোনীত হয়েছেন কুলাউড়া সরকারি কলেজের প্রদর্শক (জীববিজ্ঞান) সিপার উদ্দিন আহমদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাডহক কমিটির মেয়াদপত্র ইস্যুর তারিখ থেকে অনূর্ধ্ব ৬ (ছয়) মাস সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করতে হবে।