সুনামগঞ্জে আগামীর শিক্ষাঙ্গন নিয়ে সভা
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৪, ৭:৫৩:৩৯ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: ছাত্র শিক্ষকের সম্পর্ক ও আগামীর শিক্ষাঙ্গন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জের সচেতন নাগরিকদের সংগঠন জনউদ্যোগের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে শহরের এইচএমপি উচ্চ বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় শহরের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
সুনামগঞ্জ জনউদ্যোগের আহ্বায়ক রমেন্দ্র কুমার দে মিন্টুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সমর কুমার পাল, সুনামগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে, সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক যোগেশ্বর দাস, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. মনিরুজ্জামান, এইচএমপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইনছান মিয়া, সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্নেহাংশু দাস পল্লব।
সভায় বক্তারা বলেন, পিতা-মাতার পরেই শিক্ষকের অবস্থান। একজন শিক্ষক মানবিক মানুষ হিসেবে গড়ে তুলেন শিক্ষার্থীদের। অনেক জায়গায় শিক্ষকরা লাঞ্চনার শিকার হচ্ছেন। যা খুবই দুঃখজনক। আমরা চাই শিক্ষক শিক্ষার্থীর বন্ধুত্বপূর্ণ সর্ম্পক। এই সর্ম্পকের মাধ্যমে আগামীর শিক্ষাঙ্গন তৈরি হবে। যেখানে শ্রদ্ধাবোধ, মানবিক মূল্যবোধ, সহনশীলতা থাকবে।