ভোলাগঞ্জ আরবি হাফিজিয়া এতিমখানায় দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৪, ৭:৫৪:৫৪ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: আমেরিকা প্রবাসী সৈয়দ ফখরুর রহমান রকির মা সুরাইয়া রহমান রুবির আত্মার মাগফিরাত কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ আরবি হাফিজিয়া ইসলামিয়া ও এতিমখানার পক্ষ থেকে এই খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করে রুস্তুমপুর জামে মসজিদের ইমাম ও খতিব হা. মঈনুদ্দিন। এ সময় সৈয়দ ফখরুর রহমান রকির আত্মীয় স্বজন ও এলাকার মুর্দেগানদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করা হয়।
বৃহস্পতিবার বেলা ১২টায় মাদ্রাসার কনফারেন্স রুমে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ভোলাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফয়জুল হক। ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষা সচিব হাফিজ কামরুল হাসান জুলহাস এর পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ভোলাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবুল বাশার, ভোলাগঞ্জ উত্তরপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মুফতী ফখরুল ইসলাম মাসরূর, ভোলাগঞ্জ আদর্শগ্রাম জামে মসজিদের ইমাম ও খতিব মুফতী আমিনুল ইসলাম, আদর্শগ্রাম (আজাদ) জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ আলী, ফর্সি বাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মখলিছুর রহমান ভোলাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন প্রমুখ।