মুক্তিরগাঁও জামেয়ায় পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৪, ৭:৫৬:০৪ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি: পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে জামেয়া মুহাম্মদিয়া মুক্তিরগাঁও দাখিল মাদরাসা, ছাতকের উদ্যোগে তামাদ্দুনিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার জামেয়ার হলরুমে অনুষ্ঠিত হয়।
জামেয়ার প্রিন্সিপাল মাওলানা মখছুছুর রহমানের সভাপতিত্বে ও ভাইস-প্রিন্সিপাল মাওলানা জাকির হুসাইনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাতক ইসলামিক সোসাইটি’র সাবেক চেয়ারম্যান মওলানা জালাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ছাতক ইসলামিক সোসাইটির ভাইস-চেয়ারম্যান মাওলানা ফিরোজ আহমদ, বাংলাদেশ মসজিদ মিশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মুজিবুর রহমান, ইসলামী ব্যাংক বাংলাদেশ ছাতক শাখার ম্যানেজার হামায়েম মাসনুন, ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জুয়েল, ছাতক ইসলামিক সোসাইটি ইউকে’র এক্সিকিউটিভ মেম্বার মোঃ শাহানুর আলী প্রমূখ।