গোলাপগঞ্জে শিক্ষার্থীদের নামে প্রধান শিক্ষকের মামলা: প্রতিবাদ সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৪, ৭:৫৭:১২ অপরাহ্ন
সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জের মফজ্জিল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল মিয়া পাঠানের বিরুদ্ধে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নামে মামলা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, গতমাস থেকে নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বাবুল মিয়া পাঠানের পদত্যাগের দাবিতে আন্দোলন ও ক্লাস বর্জন করে সাধারণ শিক্ষার্থীরা। বর্তমান শিক্ষার্থীদের এই আন্দোলনে যুক্ত হন প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরাও।
এরই প্রেক্ষিতে আন্দোলনে থাকা সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নামে থানায় একটি অভিযোগ দায়ের করেন প্রধান শিক্ষক বাবুল মিয়া পাঠান। থানায় এই অভিযোগ দেওয়ার পর প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা ফুঁসে উঠেছে। তারা তার পদত্যাগ ও মামলা প্রত্যাহারের দাবিতে ক্লাস বর্জন ও আন্দোলন অব্যাহত রেখেছে।
শিক্ষার্থীদের নামে থানায় অভিযোগ দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার প্রতিষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে ক্যাম্পাসের ভিতরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের পদত্যাগ ও থানায় দেওয়া অভিযোগ প্রত্যাহরের দাবিতে নানান শ্লোগান দেন।
প্রবীণ শিক্ষক লুৎফর রহমানের সভাপতিত্বে সাবেক শিক্ষার্থী সাকের আহমদের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ১০ নং উত্তর বাদেপাশা ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক জাহিদ হোসাইন, আবুল কালাম, মোহাম্মদ জাকির হোসাইন, সামাদুজ্জামান রুবেল, সাবেক ছাত্র জাকির উদ্দিন, জসিম উদ্দিন জুয়েল প্রমুখ।