ছাতকে বিএনপি অঙ্গ-সংগঠনের মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৪, ৯:১৫:৩৭ অপরাহ্ন
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী বলেছেন, জনরোষে হাসিনা ভারতে পালিয়ে গেলেও দেশে স্বৈরাচারের দোসররা এখনো সক্রিয় রয়েছে। তারা ছাত্রজনতার বিজয়কে নস্যাত করতে নানা ষড়যন্ত্র করছে। আগামীতেও যে কোন ষড়যন্ত্রের ব্যাপারে তৃণমুল জিয়ার সৈনিকদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
তিনি বৃহস্পতিবার ছাতক পৌর, ছাতক, নোয়ারাই ও ইসলামপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু হুরায়রা সুরতের সভাপতিত্বে, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সালমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও ছাতক উপজেলা আহবায়ক ফারুক আহমদ, ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মুহি, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, সুনামগঞ্জ জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক শহিদুর রহমান সোহেল, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কবিরুল হাসান আংগুর, বিএনপি নেতা আব্দুস সামাদ, সুরুজ আলী, আব্দুল কাদির, ইলিয়াছ মিয়া, মনির মিয়া, তৈয়বুর রহমান, আব্দুছ ছালিক, ছাতক উপজেলা যুবদলের আহবায়ক ফরিদ আহমদ, মানিক মিয়া, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফ চৌধুরী মাসুম, আাশরাফুল হক খেলন, আজিজুর রহমান আয়েছ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শংকর দাস, যুদল নেতা আনোয়ার হোসেন, নুরুল আমিন, মামুন আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাকিব মাহমুদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোজাহিদ হোসাইন, ছাতক কলেজ ছাত্রদলের সদস্য সচিব ওলিউর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি