পাকিস্তানে ইতিহাস গড়া ক্রিকেটারদের প্রধান উপদেষ্টার সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৪, ৯:৩০:৩২ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের মাটিতে দেশটির বিপক্ষে টেস্ট সিরিজ জিতে ইতিহাস সৃষ্টিকারী জাতীয় দলের ক্রিকেটারদের সংবর্ধনা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দুপুরের দিকে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান দেয়া হয়।
এ সময় ক্রিকেটারদের পাশাপাশি উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ক্রিকেটারদের উদ্দেশে বলেন, এই সাক্ষাতের অপেক্ষায় ছিলাম। পাকিস্তানে তোমাদের এই অর্জন ঐতিহাসিক। এ অর্জনে গোটা জাতি গর্বিত। বাংলাদেশ দল যে কীর্তি গড়েছে, তা নিয়ে পুরো দেশ গর্বিত উল্লেখ করে ইউনূস বলেছেন, আমি (সিরিজ) জয়ের পরপরই অধিনায়কের সঙ্গে কথা বলেছি। কিন্তু তোমাদের সবার সঙ্গে দেখা করে (পুরো) জাতির পক্ষ থেকে অভিনন্দন জানানোর জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করছিলাম।
এ সময় প্রধান উপদেষ্টা একটি জাতিকে ঐক্যবদ্ধ করতে খেলাধুলার শক্তির কথাও মনে করিয়ে দেন খেলোয়াড়দের। ক্রীড়াপ্রেমী ইউনূস একই সঙ্গে প্যারিস অলিম্পিকে তাঁর কী ভূমিকা ছিল, সেটা খেলোয়াড়দের কাছে তুলে ধরেন। প্যারিস অলিম্পিকে পরামর্শক ও শুভেচ্ছাদূত হিসেবে কাজ করা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইতালির মিলানো করতিনায় শীতকালীন অলিম্পিকেও একই ভূমিকার জন্য নিমন্ত্রণ পেয়েছেন, এটা তিনি নিজে থেকেই খেলোয়াড়দের জানিয়েছেন।
প্রধান উপদেষ্টার সংবর্ধনা আর অভিনন্দন পেয়ে খুশি বাংলাদেশের ক্রিকেটাররা। দলের পক্ষ থেকে অধিনায়ক নাজমুল হোসেন বলেছেন, এখানে আসতে পেরে প্রত্যেক খেলোয়াড়ই খুশি। সত্যিই এটা আমাদের অনুপ্রাণিত করবে।’ পাকিস্তানে সিরিজ জয়ের পেছনে সব খেলোয়াড় এবং কোচিং স্টাফের কঠিন পরিশ্রম ভূমিকা রেখেছে বলে মনে করেন নাজমুল।
উপদেষ্টার কার্যালয়ে ক্রিকেটারদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। মধ্যাহ্নভোজ শেষে ড. মুহম্মদ ইউনূসের সঙ্গে একটি ছবি পোস্ট করেন ক্রিকেটার শরিফুল ইসলাম। যেখানে প্রধান উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে একই ফ্রেমেবন্দি হন ক্রিকেটাররা। একই ফ্রেমে ছিলেন বিসিবিপ্রধান ফারুক আহমেদও। ছবিটির ক্যাপশনে শরিফুল লিখেছেন, ‘মাননীয় উপদেষ্টা সত্যিকারের একজন খেলাপ্রেমী মানুষ। ইনশাআল্লাহ দেশের পাশাপাশি ক্রিকেটকে অনেক দূর নিয়ে যাবেন।’
উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট মর্যাদা লাভের ২৪ বছর কেটেছে। এর মধ্যে অনেক দেশের বিপক্ষে টেস্ট ম্যাচ জিতলেও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয় এবারই প্রথম। পাকিস্তানকে প্রথম ম্যাচে ১০ উইকেটে ও দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ঐতিহাসিক সিরিজ জয়ের পর ড. ইউনূস পাকিস্তানে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে কথা বলেন এবং অভিনন্দন জানান।