দুই সচিব ওএসডি
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৪, ৯:৩৭:২৫ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তিনি রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে।