১৯ শতাংশের দলিলে ৪১ শতাংশ জবরদখল!
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ৭:২৮:১০ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখায় প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে একটি দরিদ্র পরিবারের কর্তাব্যক্তির কাছ থেকে ১৯ শতাংশ ভূমি ক্রয় করে জাল দলিলে আরো ২২ শতাংশ ভূমি ৩ যুগ ধরে আত্মসাত করার অভিযোগ উঠেছে।
দুই বছর আগে বিষয়টি জানাজানি হলে জবরদখলকারিরা ওই ভূমি ফেরৎ দিবে বলেও দেয়নি। উল্টো হুমকি-ধমকি দেওয়ায় ভুক্তভোগি কাওছার আহমদ সোহেল ভূমি জবরদখলকারিদের বিরুদ্ধে বুধবার সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ করেছেন।
উপজেলার পশ্চিম গাংকুল গ্রামের মৃত নেছার উদ্দিনের ছেলে ভুক্তভোগি কাওছার আহমদ সোহেল জানান, তার বাবা অভাবে পড়ে ১৯৮৭ সালে বসতবাড়ি সংলগ্ন ১৯ শতাংশ ভূমি প্রবাসী জনৈক দুদু মিয়া ও উনু মিয়ার কাছে বিক্রি করেন। কম বয়সে পিতার মৃত্যুতে পৈত্রিক সম্পত্তি তিনি বুঝে নিতে পারেননি। এই সুযোগে প্রবাসী দুদু মিয়া ও তার ভাই উনু মিয়া জাল দলিলে পৈত্রিক সম্পত্তির ২২ শতাংশ ভূমি আত্মসাত করে বাড়িঘর নির্মাণ করে ভোগাধিকার করছেন। দুই বছর আগে বিভিন্ন মাধ্যমে বিষয়টি জেনে তিনি এলাকায় বিচারপ্রার্থী হন। তখন জরিপমাপ করে উক্ত ২২ শতাংশ ভূমি পৃথক করা হলেও তারা দখল ছাড়েনি।
ভুক্তভোগি কাওছার আহমদ সোহেল জানান, আত্মীয়-স্বজনসহ সবাই জানেন আমার বাবা তাদের কাছে ১৯ শতাংশ ভূমি বিক্রয় করেছেন। কিন্তু ৪১ শতাংশ ভূমি ভোগদখল করায় জানতে চাইলে তারা আমার বাবার ২২ শতাংশ ভূমি বিক্রির একটি দলিল দেখায়। ওই দলিলের নকল কপি তোলে দেখি মৌজা, দাগ, খতিয়ানে কোনো মিল নেই, দলিলটি জাল। এরপর এলাকায় বিচারপ্রার্থী হই। তারা খুবই প্রভাবশালী হওয়ায় সঠিক বিচার পাইনি। একপর্যায়ে তারা জরিপমাপ করে আমার পৈত্রিক ভূমি আলাদা করলেও দখল দেয়নি। ১৫/২০ লাখ টাকার ভূমি তারা ৫/৬ লাখ টাকায় সমাধান করতে ভয়ভীতি দেখাচ্ছে। নিরুপায় হয়ে সেনাবাহিনীর শরনাপন্ন হয়েছি।
অভিযুক্ত দুদু মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করলে তার ছেলে সুলতান আহমদ জানান, তার বাবা দুদু মিয়া সোমবার কাতার চলে গেছেন। চাচা উনু মিয়া প্রায় এক বছর আগে মারা গেছেন। এ ব্যাপারে পরে তিনি বিস্তারিত জানাবেন।