গোলাপগঞ্জে ছাত্র জমিয়তের প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ৭:৩৮:৩১ অপরাহ্ন
ছাত্র জমিয়ত গোলাপগঞ্জ উপজেলা শাখার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গোলাপগঞ্জস্থ একটি পার্টি সেন্টারে বৃহস্পতিবার উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে, যুগ্ম-সাধারণ সম্পাদক নাসিম আহমদ ও প্রচার সম্পাদক হাফিজ খোবায়েব আহমদের সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আলী আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফয়সল আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা এমাদ উদ্দীন সালিম, সহ-প্রচার সম্পাদক মাওলানা জামাল আহমদ, ছাত্র বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা আবুল কাসিম, যুব জমিয়ত গোলাপগঞ্জ পৌরসভার সভাপতি ইঞ্জিনিয়ার জাকির হুসাইন প্রমুখ। প্রশিক্ষণ প্রদান করেন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ’র সভাপতি কাউছার আহমদ ও প্রশিক্ষণ সম্পাদক আব্দুল আহাদ। বিজ্ঞপ্তি