কেমুসাসের সাহিত্য আসর অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ৭:৪১:৫৫ অপরাহ্ন
‘সাহিত্য সবার কথা বলে। সৃষ্টির যে কোনো বিষয় নিয়ে সাহিত্য রচিত হতে পারে। সভ্যতার উৎকর্ষতার সঙ্গে সঙ্গে সমাজ ও সাহিত্যে পরিবর্তন আসে। সমাজের সমসাময়িক বিষয় নিয়ে কবি-সাহিত্যিকদের লেখালেখি করতে হবে।’ ঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ১২০৬তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে আলোচনাকালে আলোচকগণ এসব কথা বলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ কেমুসাসের সাহিত্য আসর কক্ষে সাহিত্য সংসদের কার্যকরী পরিষদ সদস্য ছড়াকার কামরুল আলমের সভাপতিত্বে আসরে আলোচনায় অংশ নেন সংসদের কার্যকরী পরিষদ সদস্য প্রাবন্ধিক জাহেদুর রহমান চৌধুরী ও মাসিক শাহজালাল সম্পাদক রুহুল ফারুক। পঠিত লেখা নিয়ে আলোচনা করেন কবি মাহফুজ জোহা।
ছড়াকার নাঈমুল ইসলাম গুলজারের সঞ্চালনায় আসরে লেখাপাঠে অংশ নেন ও উপস্থিত ছিলেন কেমুসাসের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, ভ্রমণ কাহিনী লেখক মোয়াজ আফসার, কয়ছর আহমদ এডভোকেট, ছড়াকার সাজ্জাদ আহমদ সাজু, ঔপন্যাসিক সিরাজুল হক, কবি ছয়ফুল আলম পারুল, গল্পকার তাসলিমা খানম বীথি, ছড়াকার আব্দুস সামাদ, কবি কায়েস মাহমুদ চৌধুরী, মকসুদ আহমদ লাল, মুহাম্মদ হুসাইন হামিদ, সৈয়দ আছলাম হোসেন, সোলেমান রাসেল, সৈয়দ আমীর হোসাইন, আব্দুল আজাদ চৌধুরী, দুর্জয় বিশ^াস প্রমুখ। আসরে গান পরিবেশন করেন এডভোকেট এম শহিদুল ইসলাম, নূর মোহাম্মদ চৌধুরী, ওমর ফারুক, কুবাদ বখত চৌধুরী রুবেল, সাজিদুর রহমান ও বাহাউদ্দিন বাহার। আসরের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কবি কামাল আহমদ। বিজ্ঞপ্তি